বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:৫৫ পূর্বাহ্ন
সন্দ্বীপ প্রতিনিধিঃ
“স্বার্থপরতা ত্যাগ করি, দয়া ও শান্তির জীবন গড়ি ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস চট্টগ্রাম অঞ্চল আওতাধীন সন্দ্বীপ উপজেলার উদ্যোগে শুক্রবার বিকাল ৩ টায় ত্যাগ ও সেবা অভিযান,২০১৮ এর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভাতে কারিতাস আলোঘর প্রকল্পের সন্দ্বীপ উপজেলার শিক্ষা সুপারভাইজার অংগ্য মারমা সঞ্চালনায় সন্দ্বীপ উপজেলার কারিতাস মাঠ কর্মকর্তা (সিএমএফপি) সুজিত চক্রবর্তী সভাপতিত্বে, হিন্দু ধর্মের আলোকে বক্তব্য রাখেন বিষ্ণুপদ রায় আজিমপুর উচ্চ বিদ্যালয়, ইসলাম ধর্মের আলোকে আলোপাত করেন মাওলানা দিদারুল আলম খতিব মোল্লা পাড়া জামের মসজিদ , বৌদ্ধ ধর্মের আলোকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মংক্যচিং মারমা , খ্রিষ্টান ধর্মের আলোকে আলোচনা করেন মিলন ত্রিপুরা ।
আরো বক্তব্য রাখেন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ- সম্পাদক সাংবাদিক ইলিয়াছ সুমন, নিজেরা করি সন্দ্বীপ উপজেরার সমন্বয়কারী মতিয়ার রহমান,নারী প্রগতি সন্দ্বীপ উপজেলা সমন্বয়কারী সামশু উদ্দিন, সন্দ্বীপ উপজেলার ব্রাকে স্বাস্থ্য বিভাগে প্রোগ্রাম অফিসার রাহুল দত্ত,শিবের হাট ইউনিট অফিসার জাহাঙ্গীর আলম ,সদর ইউনিট অফিসার সুজন দাশ প্রমূখ ।
Leave a Reply