রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৬ অপরাহ্ন
সরওয়ার কামাল মহেশখালীঃ
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার চালিয়াতলীতে চাঞ্চল্যকর তরুনী গণধর্ষণের ঘটনায় দুই ইউপি সদস্যসহ তিন জনকে আটক করেছে । তাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- কালারমারছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার লিয়াকত আলী এবং একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার খতিজা বেগম ও উত্তর নলবিলা মাঝের পাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র মনু মিয়া। তারা দুজনই এজাহার নামীয় আসামী।
মহেশখালী পুলিশ সূত্রে, চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে জুমাবার রাত ১১টায় মামলাটি দায়ের করেন, দুই ইউপি সদস্যসহ তিন আসামিকে জুমাবার কালারমারছড়ার উত্তর নলবিলা এলাকা থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক মনু মিয়া ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাপ্ত তথ্য মতে,৭ ই জুলাই রাতে ওই তরুণী চট্টগ্রামের কর্মস্থল থেকে নানার বাড়ি মাতারবাড়ি আসার পথে পাহাড়ে তুলে গণধর্ষণ করে নলবিলার আমির সালাম, এনিয়া, সিএনজি চালক আদালত খাঁ ও ওসমান গণিসহ ১৪জন। কিন্তু এই ঘটনাকে ধামাচাপা দিতে মিশন নিয়ে নামে মাতারবাড়ির সড়কের সিএনজি লাইনম্যান রশিদ ও স্থানীয় মেম্বার লিয়াকত আলীসহ একটি চক্র।
তবে জুমাবার ঘটনাটির খবর গণমাধ্যমে প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে বিকালে মাতারবাড়ি থেকে ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের সকালে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply