শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবান রাজার মাঠে শুরু হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন: সভাপতি মংপু ও সাঃ সম্পাদক নাছির পাহাড়ে কি নাম ধরে তারা আসছে সেটা আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে না- স্বরাষ্ট্রমন্ত্রী রাঙ্গামাটি শহরে হঠাৎ দেখা মিলল ‘দাগি-বসন্ত’ পাখি বান্দরবান রাজার মাঠ সংলগ্ন পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বান্দরবান কুহালং ইউনিয়নে এক জনকে অপহরণ বান্দরবান হিলবার্ড এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জন আটক প্রধানমন্ত্রীর ঘর পেলো বান্দরবানের পিছিয়ে পড়া জনসাধারণ কেএনএফ’র গুলিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জের জিপিএ-৫ এগিয়ে সরকারি গুরুদয়াল কলেজ

কিশোরগঞ্জের জিপিএ-৫ এগিয়ে সরকারি গুরুদয়াল কলেজ

এস কে রাসেল;কিশোরগঞ্জ থেকে সংবাদদাতা:
গতকাল ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের ১১টি কলেজ থেকে ১১১জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে জেলায় সবচেয়ে ভাল ফল অর্জন করেছে সরকারি গুরুদয়াল কলেজ। কলেজটিতে ১ জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন। হাজার ৮৩৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৩৯৮ জন, পাশের হার শতকরা প্রায় ৭৬.২৭ ভাগ।
সরকারি গুরুদয়াল কলেজ ছাড়া জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাজিতপুর আফতাব উদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৭জন। ১৩৪জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১২৭জন, পাশের হার শতকরা প্রায় ৯৫ভাগ। ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজে জিপিএ-৫ পেয়েছে ৪জন। ৮১১জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬০২জন, পাশের হার শতকরা ৭৪ ভাগ। ভৈরবের জিল্লুর রহমান মহিলা কলেজে জিপিএ-৫ পেয়েছে ৩জন। ৮৭৮জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৭১জন, পাশের হার শতকরা প্রায় ৬৫ভাগ। বাজিতপুর কলেজে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। এক হাজার ৫৮জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬০৬জন, পাশের হার শতকরা প্রায় ৫৭ভাগ। করিমগঞ্জ কলেজে জিপিএ-৫ পেয়েছে ২ জন। এক হাজার ৭৫জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫১৫জন, পাশের হার শতকরা প্রায় ৪৮ভাগ। ভৈরব হাজী আসমত কলেজে জিপিএ-৫ পেয়েছে ২ জন। এক হাজার ৮৮জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫১৮জন, পাশের হার শতকরা প্রায় ৪৮ ভাগ। কটিয়াদী কলেজে জিপিএ-৫ পেয়েছে এক জন। ৭১১জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৪৬জন, পাশের হার শতকরা প্রায় ৭৭ ভাগ। এসআরডি শামছ উদ্দিন ভূঁইয়া কলেজে জিপিএ-৫ পেয়েছে এক জন। ১৩৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৮জন, পাশের হার শতকরা ৭১ ভাগ। কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজে জিপিএ-৫ পেয়েছে এক জন। ৫২৬জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৩৫জন, পাশের হার শতকরা প্রায় ৬৪ ভাগ। হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজে জিপিএ-৫ পেয়েছে এক জন। ৩৭৭জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২১৭জন, পাশের হার শতকরা প্রায় ৫৮ ভাগ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Bandarban Pratidin.com
Design & Developed BY CHT Technology