রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯ অপরাহ্ন
কিশোরগঞ্জ থেকে সংবাদদাতা:
জেলার কটিয়াদী উপজেলার আচমিতা বাজার সংলগ্ন বাবুর বাড়ী পুকুর থেকে তানজিনা আক্তার (১৮) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাজারে আসা লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে কটিয়াদী মডেল থানায় খরব দেয়। খবর পেয়ে পুলিশ পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করেন।
মৃত তানজিনা আক্তার উপজেলার আচমিতা ইউনিয়নের দক্ষিণ পাইকসা গ্রামের মৃত আল-আমিনের মেয়ে।
কটিয়াদী মডেল থানা এস আই রাজীব চক্রবর্তী জানান, পুকুর থেকে উদ্ধার করা তানজিনার মৃতদেহে কোন আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে।
Leave a Reply