রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন
কিশোরগঞ্জ থেকে সংবাদদাতা:
জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে নানার বাড়ি যাওয়ার পথে বজ্রঘাতে তানজিদা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ জুন) সকালে ইউনিয়নের পশ্চিম চারিপাড়া এলাকায় বজ্রঘাতে এ ঘটনা ঘটে। নিহত তানজিদা আক্তার পশ্চিম চারিপাড়া গ্রামের মো. সাহাবুদ্দিনের কন্যা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানজিদা আক্তার সকাল সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী গ্রামের নানা বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। পথিমধ্যে প্রচন্ড ঝড়বৃষ্টি সাথে বজ্রপাাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তানজিনার মৃত্যু হয়।
কটিয়াদী মডেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানি বজ্রঘাতের কিশোরীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply