শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:৫৭ অপরাহ্ন
এস কে রাসেল, কিশোরগঞ্জ সংবাদদাতা:
জেলার পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুরে মাদক ব্যবসার জড়িত থাকার অভিযোগে শ্বশুড় এবং ছেলের বউকে দেড় বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ বুধবার রাতে এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডিতরা হলেন, ইউনিয়নের খামা আমতলা গ্রামের আব্দুল মান্নান (৭৩) এবং তার পুত্রবধূ রাজিয়া আক্তার (৩০)। আব্দুল মান্নান খামা আমতলার মৃত আব্দুছ ছোবহানের ছেলে এবং রাজিয়া আক্তার আব্দুল মান্নানের ছেলে হানিফ মিয়ার স্ত্রী।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদের নেতৃত্বে কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। পাকুন্দিয়া উপজেলার খামা আমতলা গ্রাম থেকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে আব্দুল মান্নান এবং তার পুত্রবধূ রাজিয়া আক্তারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি দুইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আরও জানা গেছে, পারিবারিকভাবে তারা মাদক ব্যবসার সাথে জড়িত। আব্দুল মান্নানের ছেলে রাজিয়ার স্বামী হানিফ মিয়া অন্ধ। হানিফও মাদক ব্যবসায় লিপ্ত রয়েছে, অভিযানে তাকে বাড়িতে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply