বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন
এস কে রাসেল,কিশোরগঞ্জ সংবাদদাতা:
জেলার হাওর উপজেলা অষ্টগ্রামে সাপের কামড়ে মনু মিয়া (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
৩০শে আগস্ট বৃহস্পতিবার বিকালে উপজেলার আদমপুর ইউনিয়নের বাজুকা গ্রামের পাশের সুতাং নদীতে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনু মিয়া পশ্চিম বাজুকা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
এলাকাবাসী সূত্র জানা গেছে, বিকালে মনু মিয়া ও তার ছেলে কির সুতাং নদীতে নৌকা দিয়ে মাছ ধরতে যায়। এ সময় একটি বিষধর সাপ নৌকায় থাকা মনু মিয়ার পায়ে কামড় দেয়। এতে নৌকাতেই মনু মিয়া লুটিয়ে পড়ে। মনু মিয়াকে উদ্ধার করে অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
Leave a Reply