শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২৫ পূর্বাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালী উপজেলার কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ে মানবপাচার, ইভটিজিং,বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি আয়োজন করেছে মহেশখালী থানা পুলিশ এবং সহযোগীতা করেছে ইউএনএফপি বাংলাদেশ।
আজ ৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সুলতানের সভাপতিত্বে অনুষ্টিত পরিচালিত হয়। উক্ত সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি ছিলেন, মহেশখালী থানার (ওসি) প্রভাষ চন্দ্র ধর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক আবুল বশর পারভেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল করিম,সাবেক চেয়ারম্যান মৌঃ শফিউল আলম,সিনিয়র শিক্ষক মাহাবুব আলম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইভটিজিং ও বাল্য বিবাহ নিয়ে বক্তারা বলেন, ‘ইভটিজিং নিয়ন্ত্রণে আইন হয়েছে। এটা নিয়ন্ত্রণ করা গেছে। ইভটিজিংয়ের ব্যাপারে যখন খবর পাওয়া যাচ্ছে, তখনই ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটি এবং অভিভাবকদের সচেতনতা হলে ইভটিজিং রোধ করা যাবে।
বাল্যবিবাহ রোধে আইন হয়েছে। বাল্যবিবাহ রোধে নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। যদি এমন ঘটনা ঘটে তাহলে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান।
Leave a Reply