শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৪৬ অপরাহ্ন
রিমন পালিতঃ স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় গোমতি সেতুর নিচে অমৃতানন্দ মহাথেরকে হত্যার প্রতিবাদে বান্দরবানে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে বান্দরবান পার্বত্য জেলায় ভিক্ষুগণ ও দায়ক-দায়িকাবৃন্দ। আয়োজন করেছে পার্বত্য ভিক্ষু পরিষদ।
আজ ৪ সেপ্টেম্বর বুধবার বিকাল ২ ঘটিকার সময় বান্দরবান রাজ গুরু বৌদ্ধ বিহারে বিহার অধক্ষ্য উপঞাঞা জোত মহাথেরো নেতৃত্বে কুমিল্লায় অমৃতানন্দ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। র্যালীটি রাজ গুরু বৌদ্ধ বিহারে হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় এবং পরে এক মানববন্ধন কর্মসুচী করে পার্বত্য ভিক্ষুগণরা।
বাঘমারা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সমা মহাথের এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত পার্বত্য ভিক্ষু পরিষদেরর সভাপতি শ্রীমৎ পঞঞানন্দ মহাথের, রাজগুরু বৌদ্ধ বিহার ও স্বর্নজাদীর অধ্যক্ষ শ্রীমৎ পঞঞা জোত মহাথের, রামজাদী বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা অধ্যক্ষ তা, উ তেজ প্রিয় থেরো, পার্বত্য ভিক্ষু পরিষদের সাধারন সম্পাদক শ্রীমৎ উ নাইন্দিয়া থেরো সহ বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারের স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
মানববন্ধনে বক্তারা বলেন কুমিল্লা গোমতি নদী সেতুর নিচে অমৃতানন্দ মহাথেরকে সুপরিকল্পিত ভাবে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা । বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলকে মিলে মিশে বসবাস করতে চায়। যারা অমৃতানন্দ ভিক্ষুকে হত্যা সেতুর নিচে ফেলে দিয়েছে। তাদেরকে খুজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শান্তি দাবি জানাচ্ছি।
Leave a Reply