রিমন পালিতঃ স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে প্রান্তিক পর্যায়ের কৃষকদের ভাগ্যোন্নয়নে জন্য বিভিন্ন প্রজাতির গাছের চারা কলম বিতরণ করা হয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর বুধবার সাইট্রাস প্রকল্পের আওতায় বান্দরবান বালাঘাটা হটিকালচার প্রাঙ্গণে পার্বত্য অঞ্চলের প্রান্তিক কৃষকদের মাঝে এই চারা গাছের কদম বিতরণ করা হয়।
বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক কৃষকদের মাঝে চারা কলম বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং কৃষকদের ভার্মি কম্পোস্ট এর মাধ্যমে চারা গাছের পরিচর্যা ও কৃষি বিষয়ে নানা পরামর্শ প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কৃষি কর্মকর্তা অলক কুমার মল্লিক সহ প্রান্তিক পর্যায়ের কৃষক -কৃষাণীরা।
চারা বিতরণ কর্মসূচিতে কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক এই চারা কলমের নানা পরিচর্যা সম্পর্কে কৃষকদের হাতে কলমে পরামর্শ প্রদান করেন এবং নিয়মিতভাবে পরিচর্যা করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।।
পরে বান্দরবানে লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় বান্দরবান সদর উপজেলার ২০ জন কৃষক- কৃষাণীর মাঝে ১৫৯০ টি বারি মাল্টা ১, কলম্বো লেবু ও বাতাবি লেবুর চারা প্রদান করা হয়।
Leave a Reply