রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯ অপরাহ্ন
রিমন পালিত, স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের লক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ চা বোর্ড সিএইচটি প্রকল্পের আয়োজনে ও জেলা প্রশাসনের পৃষ্টপোষকতায় আজ বুধবার (১০এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, ক্ষুদ্র চাষী ও সাংবাদিকবৃন্দরা অংশ নেন।
বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষনা ও উন্নয়ন) গোলাম মাওলা।
দিনব্যাপী কর্মশালায় চা চাষ সম্প্রসারনের লক্ষ্যে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এবং বান্দরবানে ক্ষুদ্র চা চাষীদের বিভিন্ন রকম সরকারী সুযোগ-সুবিধার বিষয় উঠে আসে। এসময় বান্দরবানে উৎপাদিত ক্লোন চা এখন আন্তর্জাতিক নিলামে উচ্চমূল্যে বিক্রয় হচ্ছে যা ক্রেতা জনসাধারণের নিকট সমাদৃত বলে জানানো হয়।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত, সদর উপজেলা নির্বাহী অফিসার নোমান হোসেন প্রিন্স, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান, রুমা উপজেলা নির্বাহী অফিসার শামসুল ইসলাম, বান্দরবান চা বোর্ডের প্রকল্প পরিচালক মো: আমির হোসেন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী।
Leave a Reply