শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:০৩ অপরাহ্ন
রিমন পালিত, স্টাফ রিপোর্টারঃ
বান্দরবান ট্রাফিক মোড় এলাকায় পথচারী অসহায় ক্ষুধার্তদের মাঝে বান্দরবান সদর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি বিএসপি, পিএসসি এর উদ্যেগে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সেনা জোনের ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরী সহ সেনা,সদস্যরা। বান্দরবানে করোনা ভাইরাস (COVID – 19) প্রতিরোধে হোম কোয়ারেন্টিইনে থাকা অসহায় হতদরিদ্র পথচারী জনগণের সাহায্যার্থে বান্দরবান শহরস্থ ট্রাফিক মোড় এলাকায় অসহায়, দরিদ্র ও ছিন্নমূল ১২০ জন মানুষকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই প্রক্রিয়া আগামীতেও চলমান থাকবে বলে জানান ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরী।
Leave a Reply