শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন
অংগ্য মারমা খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে টানা প্রবল বর্ষণের পরে চেঙ্গী, মাঈনী ও ফেনী নদীর পানি কমতে থাকায় বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে । এতে বিভিন্ন অফিস,স্কুল , মাদ্রাসা, বসতবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন অবস্থা। এখানকার নদী তিনটি খরস্রোত হওয়ায় টানা প্রবল বর্ষণের কয়েক ঘন্টা বৃষ্টি হলেই পাহাড়ি ঢলে নিচু এলাকার নদী তীরবর্তী গ্রাম গুলো তলিয়ে যায়। বৃষ্টি কয়েক ঘন্টার জন্য থামলেই নদীগুলোরস্রোতে ভাঙ্গন সৃষ্টি হয়েছে ।
গত কয়েক দিনে দিঘীনালার মাঈনী , রামগড়ের ফেনী ,পানছড়ি ও খাগড়ছড়ির চেঙ্গী নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। জানা গেছে পানছড়ি উপজেলার দুধুকছড়া ফুটব্রীজ ভেঙ্গে গেছে, এতে চলাচলে হুমকি হয়ে পড়েছে। এদিকে সদরে নদীর গর্ভে বিলীন হচ্ছে উপজেলার চেংগী ইউপি কার্যালয়। বন্ধ হয়েছে উপজেলার মুনিপুর-তারাবন সড়ক যোগাযোগ। পানছড়িতে মোট ১১টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার খবর পাওয়া গেছে। মাঈনী নদীর ভাঙ্গনে দিঘীনালার চোংড়াছড়ি ,মেরুং ,বোয়ালখালীর হাসিনশরপুর এলাকায় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও ফসলি জমি নদী গর্ভে তলিয়ে গেছে । খাগড়ছড়িতে চেঙ্গী নদীর ভাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাবার কারখানা, পৌরবাস ট্রার্মিনালসহ বিভিন্ন স্থাপন্য হুমকির মুখে রয়েছে।
Leave a Reply