সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৪১ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
“সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার” এ প্রতিপাদ্যকে নিয়ে খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ১২তম বিশ্ব অতিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র ও সেচ্ছাসেবী সংস্থা সহযোগীতা মঙ্গলবার সকালে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরে গুরুন্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা শহর সমাজ সেবা অফিসার রোকেয়া বেগম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন শরণার্থী পুণর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আহসান উজ্জামান পিপিএম- সেবা, খাগড়াছড়ি সিভিল সার্জন জনাব মো: ইদ্রিস মিঞা, পার্বত্য জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সাইফুল ইসলাম চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শাহজাহান প্রমূখ।
এসময় বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ে সহকারী পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, অন্যান্য বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আহসান উজ্জামান পিপিএম- সেবা, খাগড়াছড়ি সিভিল সার্জন জনাব মো: ইদ্রিস মিঞা, পার্বত্য জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শাহজাহান ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র খাগড়াছড়ির জেলা ব্যবস্থাপক ডাঃ জীবক চাকমা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, অতিজম শিশুদের সচেতনতা জাগ্রত করলে তারা আমাদের মতো স্বাাভাবিক জীবনযাপন করতে পারবে। দেশকে উন্নত রাষ্ট্র পরিনত করতে হলে সকলের মিলে যতœ ও ভালবাসা দিয়ে অতিজম শিশুদের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
দিবসটি উপলক্ষে তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তরের অর্ধীন খাগড়াছড়ি জেলা তথ্য অফিস কর্তৃক বাতি প্রজ্জ্বলন ও অটিজম সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনীয় করা হয় এবং জেলা সমাজসেবা অধিদপ্তর অর্থায়নে ২৩জন নিউরো প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৩ হাজার টাকা করে অনুদান বিতরণ করেন।
Leave a Reply