সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৫৫ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুরে কমিউনিটি সেন্টারে জেএসএস (এমএন) ও বাংলাদেশ আদিবাসী ফোরাম পৃথক কর্মসূচি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে জেএসএস(এমএন) কেন্দ্রীয় রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভূ রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক সুধাকন ত্রিপুরা। এসময় আরো বক্তব্যে রাখেন, মহিলা সমিতির কেন্দ্রীয় সহ সম্পাদিকা ববিতা চাকমা,জেএসএস(এমএন)যুব বিষয়ক সম্পাদক রণজীবন চাকমা,পাহাড়ি ছাত্র পরিষদের(এমএন) কেন্দ্রীয় সভাপতি সুমেধ চাকমা ও সদর উপজেলা জেএসএস(এমএন) সভাপতি কিরণ চাকমা।
একই দাবিতে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ সড়ক থেকে বাংলাদেশ আদিবাসী ফোরামের ও মারমা স্টুডেন্ট কাউন্সিল, ত্রিপুরা স্টুডেন্ট কাউন্সিল ও ওয়াইডাব্লিউসিএ এর যৌথ উদ্যোগে একটি র্যালি বের করা হয়।র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে মহিলা কলেজের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্যে রাখেন , বাংলাদেশ আদিবাসী ফোরামের খাগড়াছড়ি অঞ্চলের সমন্বয়ক চাইথোয়াই মারমা নারী অধিকার নেত্রী নমিতা চাকমা, ওয়াইডব্লিউসিএ এর চেয়ারপারসন প্রতিমা রোয়াজা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক ক্যাউপ্রু মারমা, জেলা সভাপতি মংচিংহ্লা মারমা, কলেজ সভাপতি মংপ্রু মারমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি বিপুল বিকাশ ত্রিপুরা প্রমুখ।
বক্তারা, দ্রুত আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ শিক্ষা, সংস্কৃতি, ভূমি অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়াও তারা অবিলম্বে পার্বত্য চুক্তির সব ধারা বাস্তবায়ন এবং পাহাড়ের ভূমি সংকট নিরসনের দাবি করেন।
Leave a Reply