শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:১৩ পূর্বাহ্ন
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
২১ আগষ্ট গ্রেনেট হামলা মামলার প্রধান পরিকল্পনাকারী তারেক রহমানসহ মুলহোতাদের ফাঁসির দাবীতে খাগড়াছড়িতে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ। বুধবার দুপুর আড়াইটায় নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সমাবেশ করে।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার এর নেতৃত্বে মিছিলে শেষে ফরিদ উদ-জামান স্বাধীনের সঞ্চালনায় সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী জেলা শ্রমিকলীগের আহবায়ক নুরনবী, জেলা কৃষকলীগ সভাপতি আবুল কাশেম,খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ,সাংগঠনিক সম্পাদক হৃদয় মারমা,মৎসজীবিলীগ সাধারণ সম্পাদক মানিক পাটোয়ারীসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
সমাবেশে বক্তরা বলেন, হাওয়া ভবনের বসে শেখ হাসিনাকে হত্যার মুল পরিকল্পনাকারী তারেক রহমানসহ জড়িতদের ফাঁসি না হলে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী অপশক্তি বার বার হত্যাযজ্ঞ চালিয়ে এদেশকে নেতৃত্ব শুন্য করার ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারী বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে নেতাকর্মীদের সব সময় প্রস্তুত থাকার আহবান জানান। রায় ঘোষনা খবরে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করার খবর পাওয়া গেছে।
অপরদিকে, দুপুর ১২টায় তারেক রহমানের ফাঁসির দাবী করে বিক্ষোভ মিছিল করেছে বিভক্ত খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের এমপি সমর্থিত অংশের নেতাকর্মীরা। মিছিল নেতৃত্ব দেয় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা পার্থ ত্রিপুরা জুয়েল। এসময় খাগড়াছড়ি জেলা যুবলীগ সাধারণ সম্পাদক একেএম ইসমাইল হোসেন,যুবলীগ নেতা মেহেদী হাসান হেলাল,জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমাসহ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা অংশ নেয়।
Leave a Reply