শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে জেলায় এবছর ১৩টি কলেজে পাশের হার ৪৯.৯৩ শতাংশ । ফলাফল পেয়ে জেলার খাগড়াছড়ি ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে। শিক্ষার্থীর ও শিক্ষকরা খুশি হয়েছে।
এবারে খাগড়াছড়ির ১৩ টি কলেজে এইচএসসি পরীক্ষায় সর্বমোট ৬ হাজার ৭ শত ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। অংশগ্রহনকারী ছেলে শিক্ষার্থী ৩ হাজার ৫ শত ২৬ জনের মধ্যে পাশ করেছে ১ হাজার ৭ শত ২ জন। অংশগ্রহনকারী মেয়ে শিক্ষার্থী ৩ হাজার ২ শত ২৮ জনের মধ্যে ১ হাজার ৬ শত ৭০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।
খাগড়াছড়ি ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজের ১৪৯ শিক্ষার্থীর, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের ৪’শ ৬৭জন শিক্ষার্থীর, রামগড় সরকারি কলেজের ১’শ ৬৪ জন শিক্ষার্থীর, খাগড়াছড়ি সরকারি কলেজের ১হাজার ১’শ ৬৪ জন শিক্ষার্থীর, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ৮’শ ৩৮জন শিক্ষার্থীর, মহালছড়ি সরকারি কলেজের ৪’শ ৩৪ জন শিক্ষার্থীর, দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজের ১ হাজার ১’শ ২৮ জন শিক্ষার্থীর, পানছড়ি সরকারী কলেজের ১ হাজার ৮০ জন শিক্ষার্থীর, মানিকছড়ি গিরিমৈত্রী কলেজের ৮’শত ৭০জন শিক্ষার্থীর । সর্বমোট ৬ হাজার ৭’শ ৫৪ জন শিক্ষার্থীর পরীক্ষার অংশগ্রহন করে। তার মধ্যে সর্বমোট ৩ হাজার ৩’শত ৭২ জন শিক্ষার্থীর পাশ করেছে।
Leave a Reply