শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:১৪ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন করেছে বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা । সোমবার বেলা ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন উপস্থিত ছিলেন, খাগড়াছাড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচারী মাষ্টার, ক্ষেত্র মোহন রোয়াজা, অনিমেষ দেওয়ান নন্দিত, মোসলেম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সম্পাদক সাংগঠনিক এম এন আবছার, আব্দুর রব রাজা, সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা, জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা কুহেলী দেওয়ান, জেলা যুবদলের সভাপতি মাহবুবু আলম সবুজ এবং বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী অনুযায়ী খাগড়াছড়িতে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে ঘরে না ফেরা ও দাবি আদায়ের প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণসহ আরও কঠোর কর্মসূচী ঘোষনা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দরা ।
Leave a Reply