বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১০:১৮ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি শহর থেকে গত সোমবার অপহৃত ভাইবোন ছড়া গাছবান এলাকার সিন্ধু রায় ত্রিপুরা, সোহেল ত্রিপুরা, সুখেন্দু ত্রিপুরা ও বিমল কান্তি ত্রিপুরা ৪ জন গ্রামবাসীকে উদ্ধারের দাবিতে সোচ্চার তাদের স্বজনরা। খাগড়াছড়ি- পানছড়ি সড়কেই বিভিন্ন স্থানের অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
আজ ১৪ আগষ্ট মঙ্গলবার সকালে ১১টায় খাগড়াছড়ি সদরের স্বর্ণিভর পেরাছড়া এলাকা থেকে লাঠি সোটা,রড নিয়ে মিছিল করে শত শত নর-নারী। আন্দোলনকারীরা নিজেদের গ্রামবাসী ও অপহৃতদের স্বজন দাবি করেছে।
আজকে পানছড়ি-খাগড়াছড়ি সড়কের যানবাহন চলাচল ও স্বনির্ভর এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।স্বর্নিভর থেকে চেঙ্গী স্কোয়ার অভিমুখে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। বেলা ১২টার দিকে অপহৃত ৪ জনের মুক্তির খবর পেয়ে চেঙ্গী স্কোয়ার ছেড়ে যায় বিক্ষোভকারীরা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় একটি টমটম থেকে অপহৃত ৪ জনকে উদ্ধার করে পুলিশ। পরে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং স্বজন ও জনপ্রতিনিধিদের কাছে বুঝিয়ে দেয়।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বিভিন্ন বাজারে দোকানপাট বন্ধ করে দেয় আঞ্চলিক সংগঠনের সদস্যরা । প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে ফেরার পথে খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া থেকে ২নং গাছবান এলাকায় ৪ জন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায় দূর্বৃত্তরা।
Leave a Reply