শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:০৩ অপরাহ্ন
অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে দূর্গম জনপদে শুকনাছড়ি গ্রাম। এই গ্রামের ৮০টি চাকমা সম্প্রদায়ে পরিবার বসবাস করেন। গ্রামের সবাই জুমচাষে উপর নির্ভশীল। এই শুকনাছড়ি গ্রামের লোকেরা সকালের সূর্য আলোর দেখতে পেলেও এখনোও শিক্ষার আলো পৌঁচ্ছে নিই । আজ মঙ্গলবার সকালে শুকনাছড়ি গ্রামে চাকমা ভাষা শিক্ষা স্কুল উদ্বোধন করেন প্রজ্ঞা তাপস চাকমার স্ত্রী রূপা চাকমা।
কানাডা প্রবাসী প্রজ্ঞা তাপস চাকমার অর্থায়নে বৌদ্ধ যুব ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাকমা ভাষা লেখক ইনজেপ চাকমা,কেবি দেবাশীষ,বৌদ্ধ যুব ঐক্য পরিষদে সভাপতি অরেন্স চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুকনাছড়ি গ্রামের গ্রাম প্রধান পূর্ন সাধন চাকমা।
এই বিদ্যালয়ের ছোট শিশুদের পাশাপাশি বয়স্ক নারী পুরুষ চাকমা বর্নমালা শিখতে পারবে। চকমা ভাষা বর্ণ শিক্ষা জন্য কানাডা প্রবাসী স্ত্রী রুপা চাকমা শিশুদের খেলাধুলার উপকরণ ফুটবল এবং লেখাপড়ার জন্য চাকমা ভাষা বর্ণ বই, খাতা, কলম, পেন্সিল, রাবার, ইত্যাদি বিতরণ করেন। এই স্কুলের ৪০ জন শিক্ষার্থীর এবং দুজন শিক্ষক নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করছে ।
রূপা চাকমা জানান তাদের স্বামীস্ত্রী উদ্যোগে বৌদ্ধ যুব ঐক্য পরিসদের সহযোগিতায় এই চাকমা ভাষা স্কুল স্থাপিত হয়েছে। তাদের ইচ্ছা আরো চাকমা ভাষা শেখার একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠা করার। দুর্গম এলাকায় যেখানে পর্যাপ্ত সরকারী সুযোগ-সুবিধা নেই সেই এলাকায় তারা এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। সেজন্য রুপা চাকমা পরিবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকায়বাসীরা।
তিনি আরো জানান শুকনাছড়ি গ্রামে একটি হোস্টেল ও একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করার ইচ্ছা পোষন করেন কানাডা প্রবাসী প্রজ্ঞা তাপস চাকমার স্ত্রী রূপা চাকমা।
অনুষ্ঠানে বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সদস্যরাসহ শুকনাছড়ি গ্রামবাসীরা উপনিস্থত ছিলেন।
Leave a Reply