রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় কবি নজরুল ইসলামের ১১৯তম জম্মবার্ষিকী। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমির হল রুমে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভাতে জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরার। সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালা উদ্দিন, এতে স্বাগত বক্তব্য রাখেন ,জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জীতেন বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনার ছিলেন। বর্তমান সময়ে এই চেতনায় লালন করা খুবই প্রয়োজন। প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় বাংলাদেশকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। কবি চিন্তা চেতনা বর্তমান তরুন প্রজম্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
আলোচনা সভার শেষে গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমির মঞ্চে সাংস্কৃতিক ও গজল পরিবেশন করেন একাডেমির শিক্ষার্থীরা।
Leave a Reply