শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
‘ভোটার হব, ভোট দেব’ শ্লোগানে খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে খাগড়াছড়ি টাউন হল চত্বর থেকে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে একটি র্যালি বের হয়ে শহরের গুরুন্তপূর্ণ সড়কের প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভার মিলিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক মো. আবুল হাশেম।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. শানে আলম, চেম্বারের পরিচালক সুদর্শন দত্ত।
পরে প্রধান অতিথি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ও নতুন ভোটার অর্ন্তভুক্তিকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
Leave a Reply