শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির জাতীয় মংস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি মংস্য অধিদপ্তর আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চত্ত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুন্তপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জাতীয় মংস্য সপ্তাহ উদ্ধোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ।
খাগড়াছড়ি জেলা মংস্য অধিদপ্তর মংস্য সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন কুমার দাশ সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও মংস্য বিভাগে আহ্বায়ক শতরূপা চাকমা ।
এসময় বক্তব্যে রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, খাগড়াছড়ি সদর উপজেলা নিবার্হী অফিসার শামসুন নাহার প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মংস্য কর্মকর্তা এ.কে.এম মোখলেছুর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা,খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কর্মকর্তা তৃলা দেব, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আক্তার হোসেনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং সরকারী দপ্তরে উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের সাধারণ মানুষকে মংস্য সম্পদ উন্নয়নে অধিকতর সচেতন ও সম্পৃত্ত করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও ১৭-২৩ জুলাই পর্যন্ত জাতীয় মংস্য সপ্তাহ উদযাপন করা হবে খাগড়াছড়িতে।
প্রধান অতিথি বক্তব্য বলেন, ১৯৭১ সালের বাংলাদেশ স্বাধীনতা হবার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন । সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন তার কন্যা বর্তমান সরকার শেখ হাসিনা। তিনি আরো বলেন দেশের মায়েরা এগিয়ে যাচ্ছে বলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি মংস্য সফলতা খাগড়াছড়ি সদর উপজেলায় চন্দনা ত্রিপুরা উদাহরন দিয়ে বলেন তার মতো যদি ৬৪ জেলা নারী মংস্য চাষের কাজের এগিয়ে আসে তাহলে দেশের মংস্য চাষ দুগুন হবে। খাগড়াছড়িতে হারিয়ে যাওয়া দেশী মাছ সংরক্ষণ জন্য খাগড়াছড়ি মংস্য অধিদপ্তর প্রতি অনুরোধ করেন।
আলোচনা সভায় শেষে মংস্য সফলতা চাষী খাগড়াছড়ি সদর উপজেলা চন্দনা ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা মো: নাছির হাতে পুরস্কার বিতরন হাতে তুলে দেন অতিথিরা। পরে খাগড়াছড়ি সরকারি কলেজে পুকুরে পাতলা, রুই ২ কেজি মাছের পোনাম্ক্তুকরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
Leave a Reply