মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০১:০৩ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে রবিবার সকালে টাউন হলে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধুর জম্মদিনের কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সংসদ সদস্য (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও উপজাতীয় পূণর্বাসন ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম ও পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান।
এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শিশুদের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কের প্রদক্ষিণ করে আবার টাউন হলের সামনে স্থাপিত জাতির জনকের প্রতি কৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। আলোচনা সভায় শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্মদিনে আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-সামাজিক সংগঠনের উদ্যোগেও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত করা হয়েছে।
Leave a Reply