শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৫৫ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় টাউন হল প্রাঙ্গণে সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম। জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ ও অপসংস্কৃতি রোধে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে খাগড়াছড়িতে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব চলবে।
এ সাংস্কৃতিক উৎসব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এটি এম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা এসএম অনীক চৌধুরী, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ পরিচালক সুসময় চাকমা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়াসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পীরা উপস্থিত ছিলেন।
এর আগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বণার্ঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে র্যালিটি শেষ হয়। টাউন হলে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে বাংলার চিরায়িত ঐহিত্য,সংস্কৃতি ও লোকরীতির পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ গোষ্ঠী মারমা , চাকমা, ত্রিপুরা পাশাপাশি সকল সম্প্রদায়ের সাংস্কৃতিক তুলে ধরা হবে।
Leave a Reply