রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে ৮৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মঙ্গলবার সকালে দুই নারীকে পুলিশ আটক করেছে । দুটি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পানছড়ি থেকে ৭০ লিটার চোলাই মদসহ চিনু বড়ুয়াকে (৩৮) ও গুইমারা থেকে ১৫ লিটার চোলাই মদসহ আমেনা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
গুইমারা থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা বাজার থেকে ১৫ লিটার চোলাই মদসহ আমেনাকে আটক করা হয়।
অন্যদিকে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পানছড়ি বাস স্টেশন থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে পুলিশ তল্লাশি চালিয়ে কার্টুন ভর্তি ৭০ লিটার চোলাই মদসহ চিনু বড়ুয়াকে আটক করা হয়। এ দু’টি ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে ।
Leave a Reply