রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৫ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৈশাখী পূর্ণিমা। সকাল থেকে বিভিন্ন বৌদ্ধ বিহারে চলছে বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল ও ধর্মীয় দেশনা প্রার্থনা ।
বৈশাখী পূর্ণিমার এই তিথিতে ভগবান গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বৌদ্ধত্ব লাভ ও নির্বাণ লাভ করেন। তাই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। বিভিন্ন রকমের ফুল, ফল ও মিষ্টান্ন দ্রবাদি দিয়ে ক্যং (বিহারে) প্রার্থনা করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
খাগড়াছড়ি সদরের য়ংড় বৌদ্ধ বিহারে ধর্মীয় সভায় মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরীসহ দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন। বিশ^ শান্তি ও মঙ্গলের প্রার্থনা শেষে সন্ধ্যার আকাশে হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বৈশাখী পূর্ণিমার আনুষ্ঠানিকতা শেষ করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
এছাড়া বৈশাখী পূর্ণিমা উপলক্ষে মৈত্রী বৌদ্ধ বিহারের উদ্যোগে কৃর্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের করা হয়েছে।
Leave a Reply