শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৫:৫০ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার ওপর হামলাা। শুক্রবার দুপুর ১২টার দিকে মোটর সাইকেল নিয়ে বাসায় যাওয়ার পথে খাগড়াছড়ি প্রেসক্লাব সংলগ্ন ইসলামিয়া মাদ্রাাসার সামনে দুবৃর্ত্তেরা হামলা করে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন টিটো।
এছাড়াও খাগড়াছড়ির আলুটিলায় প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ কর্মী জ্ঞানেন্দু চাকমা লাশ নিতে এসে তারই ছোট ভাই কালায়ন চাকমা (২২)কে অপহরণের ঘটনা ঘটে। শুক্রবার সকাল ১০টার দিকে খাগড়াছড়ির আধুনিক সদর হাসপাতাল থেকে এ অপহরণের করলে অপহরণকারীরা বেধড়ক মারধর করে ছেড়ে দেয় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ আহত খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার সময় আহত হয় উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত মোটরসাইকেল চালক চিকু বড়ুয়া। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুত্বর অবস্থান চেয়ারম্যানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার সময় আদালত সড়ক হয়ে শাপলা চত্ত্বরের দিকে যাওয়ার পথে ৩টি মোটরসাইকেলে করে উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার উপর হামলা করে দুর্বৃত্তরা। এসময় চেয়ারম্যানের মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করলে তিনি মোটরসাইকেল না থামলে হামলা চালিয়ে তাকে ফেলে দেয় হামলাকারীরা। এ সময় তারা চেয়ারম্যান ও তার মোটরসাইকেল চালককে ইট দিয়ে বেধড়ক ভাবে থেতলে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে আটক করে।
খাগড়াছড়ি আবাসিক মেডিকেল অফিসার নয়নময় ত্রিপুরা জানান, উপজেলা চেয়ারম্যানের মাথায় ও শরীরের কয়েকস্থানে আঘাত হয়েছে। মাথায় সেলায় করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেকে রেফার করা হয়েছে।
ইউপিডিএফের সংগঠন অংগ্য মারমা এ ঘটনার জন্য জেএসএস সংস্কার (এমএন লারমা) গ্রুপকে দায়ী করেছে।
Leave a Reply