শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৩৭ পূর্বাহ্ন
অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জিরো মাইল এলাকায় বিআরটিসি বাস ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন মাহমুদুল হক (৭০)। তাঁকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো জানান, সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম গামী বিআরটিসি বাসের সাথে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানের পিছনে থাকা অপর একটি কার্ভাড ভ্যানটি পিকআপকে আবারো ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে যায়। এ সময় পথচারী মাহমুদুল হক ও পিকআপ ড্রাইভার সফিকুল ইসলাম গুরুত্বর আহত হন। তাদেরকে হাসপাতালে নেওয়ার পর মাহমুদুল হক মারা যান এবং ড্রাইভার সফিকুলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেকিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক।
Leave a Reply