শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:১৯ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দু’জন প্রার্থী খাগড়াছড়ি সদর উপজেলায় মো: শানে আলম এবং মানিকছড়ি উপজেলায় মো: জয়নাল আবেদীন বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে।
এছাড়া মানিকছড়ি উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে তাজুল ইসলাম বাবুল।
খাগড়াছড়ি জেলার নিবার্চন অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিল পাঁচজন প্রার্থী। বর্তমান উপজেলা চেয়ারম্যান চঞ্চু মণি চাকমার মনোয়নপত্রে তথ্যের অসঙ্গতি থাকায় তা বাতিল হয়ে যায়। বুধবার (২৭ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টি (জাপা) প্রার্থী নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী তরুণ আলো চাকমা ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে।
অপর দিকে জেলার মানিকছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে একমাত্র আওয়ামী লীগের প্রার্থী মো: জয়নাল আবেদীন মনোনয়নপত্র দাখিল করেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। এ দিকে মানিকছড়িতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করলেও প্রত্যাহারের শেষ দিন ৪জন প্রার্থী প্রত্যাহার করে নেয়। এতে মো: তাজুল ইসলাম বাবুল বিনা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
আগামী ১৮ মার্চ খাগড়াছড়ির আট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
Leave a Reply