শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিল শেষে সব প্রার্থীরা নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদের কথা জানিয়েছেন ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে রিটার্নিং অফিসার ও খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের হাতে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, আওয়ামী লীগের উপদেষ্টা হাজী মোহাম্মদ চৌধুরী, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা ।
পৌঁনে ১২টার দিকে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. সোলেয়মান আলম শেঠ। এ সময় জেলা জাতীয় পার্টির আহŸায়ক মো. অমৃত লাল ত্রিপুরা ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ইঞ্জি. খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১২টার দিকে রির্টানিং অফিসার ও খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.শহিদুল ইসলামের হাতে মনোনয়নপত্র দাখিল করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ। তিনি বিএনপির প্রার্থীর হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন , বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এন আফসার, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল,প্রমুখ।
এদিকে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর হিসেবে বিকাল তিনটার দিকে সহকারি রিটার্নিং অফিসার ও খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বতন্ত্র প্রার্থীর হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ইউপিডিএফ‘র কেন্দ্রীয় নেতা সচিব চাকমা ও নতুন কুমার চাকমার সমর্থকরা।
Leave a Reply