শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৩ পূর্বাহ্ন
অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আমিই করবো ম্যালেরিয়া নির্মূল” এই প্রতিপাদে বৃহস্পতিবার সকালে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি শহরের শাপলা চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ইদ্রিস মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মো: চাহেল তস্তরী, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসানসহ জেলায় কর্মরত চিকিৎসক নার্স এবং বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply