বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:০৯ পূর্বাহ্ন
অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
“শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা এবং ফল প্রদর্শনী অনুষ্ঠিত। বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ আয়োজনে জেলা প্রশাসন সহযোগীতায় রবিবার সকালে পৌর টাউন হল প্রাঙ্গণ হতে বর্নাঢ্য র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফির্সাস ক্লাব হল রুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলা এবং ফল প্রদর্শনী পায়রা, বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন শরনার্থী পূনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম সভাপতিত্বে, এসময় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন, খাগড়াছড়ি বন বিভাগে বিভাগীয় বন কর্মকতা মো: মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ- পরিচালক মো: মর্তুজ আলীসহ বিভিন্ন উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সফল বাগান মালিকদের সম্মাননা স¦ারক এবং প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ চারা প্রদান করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
উক্ত ফল প্রদর্শনী মেলাটি ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত খাগড়াছড়ি অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সপ্তাহ ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। মেলাতে সরকারী ও বেসকারী ১৪ টি স্টল অংশগ্রহন করে। অনুষ্ঠানে শুরুতে ফল প্রদর্শনী স্টল পরিদর্শন করে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
Leave a Reply