শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৬ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধি:
‘‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই নগর প্রাণ-প্রকৃতি সাজাই’’ এ প্রতিপাদ্যে নিয়ে খাগড়াছড়িতে ৭ দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা এবং ফল প্রদর্শনী মেলা শুরু হয়েছে।
খাগড়াছড়ি বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজিত এ মেলা উপলক্ষে রবিবার সকালে পৌর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন-পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম।
মেলা উপলক্ষে টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে আবার টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয় । পরে টাউন হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসময় সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক ছানাউল্যা পাটোয়ারী, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সফর উদ্দিন,খাগড়াছড়ির বিভাগীয় বনকর্মকর্তা মিজানুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন প্রমূখ ।
এদিকে মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের স্মরণে সারা দেশে ৩০ লাখ গাছের চারা রোপণের অংশ হিসেবে খাগড়াছড়িতে ৫৬ হাজার ৩০০টি চারা রোপণ করা হয়েছে বলে জানানো হয়। গাছ লাগিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সবুজনগর গড়তে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।
Leave a Reply