শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৪ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের বাধা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহম্পতিবার সকাল ১১টায় খাগড়াছড়ি বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে কার্যালয়ের সামনে সমাবেশ করে সংগঠনটি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল। এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপি সহ সভাপতি আবু ইউসুফ চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে। দেশবাসীকে সাথে নিয়ে গণআন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা হবে বলে হুশিয়ারী জানিয়ে বক্তরা বলেন, সরকার আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয়ের ভয়ে বেগম জিয়াকে কারারুদ্ধ করেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি কংচাইরি মাষ্টার,ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এ্যড. আঃ মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আবসার, আঃ রব রাজা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মফিজুর রহমান। জেলা যুবদলের সাধারন সম্পাদক মাহাবুব আলম সবুজ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেল ছাত্রদল নেতা- সাহেদ হোসেন সুমন, মোঃ জাহিদুল আলম প্রমূখ।
Leave a Reply