শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবান রাজার মাঠে শুরু হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন: সভাপতি মংপু ও সাঃ সম্পাদক নাছির পাহাড়ে কি নাম ধরে তারা আসছে সেটা আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে না- স্বরাষ্ট্রমন্ত্রী রাঙ্গামাটি শহরে হঠাৎ দেখা মিলল ‘দাগি-বসন্ত’ পাখি বান্দরবান রাজার মাঠ সংলগ্ন পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বান্দরবান কুহালং ইউনিয়নে এক জনকে অপহরণ বান্দরবান হিলবার্ড এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জন আটক প্রধানমন্ত্রীর ঘর পেলো বান্দরবানের পিছিয়ে পড়া জনসাধারণ কেএনএফ’র গুলিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়িতে ভারতীয় বিপুল পণ্যসহ ২জন আটক

খাগড়াছড়িতে ভারতীয় বিপুল পণ্যসহ ২জন আটক

অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া এলাকা দিয়ে অবৈধ ভাবে প্রবেশকালে বিপুল পরিমান ভারতীয় মালামালসহ ২ জনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, শনিবার ২০ জুলাই সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি সাবজোনের টহল দল খাগড়াছড়িগামী ১ টি মাইক্রো বাস (ঢাকা মেট্রো চ-১৩-৪১৬০) এর গতিবিধি সন্দেহজনক হলে ধাওয়া করে ভাইবোনছড়া সেনা ক্যাম্পের কাছে আটক করা হয়।

গাড়ি তল্লাশি করে বিপুল পরিমান ভারতীয় মালামাল পাওয়া যায়। এসময় গাড়ি চালক মো: মাহাবুবুর রহমান (২২) ও মো: ইসতিয়াক জাকারিয়া হিমু (২৫) কে মালামালসহ আটক করা হয়। আটককৃত মো: মাহাবুবুর রহমান খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকার ফিরোজ মিয়ার ছেলে ও মো: ইসতিয়াক পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার সামাদ মিয়ার ছেলে।

তাদের কাছ থেকে ভারতীয় জুতা, হারমোনিয়াম, নেভিয়া সাবান, ফ্লোর স্যাভলন, সেনোরা, গার্নিয়ার ক্লোর, অটোবিন, বর্লিন, পেইন আউট, কোল গেইট-ডান্টি কান্তি, বেড ক্রিম, গার্নিয়া ক্রিম, নেভিয়া সপ্ট, সানসিল্ক স্যাম্পু, লাকমি, পারফিউম ফগ, লোরেল, ডেক্সোরেন, কমপ্রোট, অরাল বি ব্রাশ, হরলিক্স, ল্যাডিস ব্যাগ, সপিং ব্যাগ, ল্যাক্টোজেন গুড়া দুধ, ডেরি গুড়া দুধ, চা পাতাসহ ২৬ পদের সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃত গাড়ি মালামালসহ ২ জনকে খাগড়াছড়ি সদর থানায় হস্থান্তর করা হয়েছে।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর সেনা জোন কমান্ডার লে: কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি বলেন, অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যদিয়ে চোরাকারবারীরা বিভিন্ন সময়ে অবৈধ মালামাল নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশী চালিয়ে দুই ব্যক্তিকে ভারতীয় মালামালসহ আটক করা হয়েছে। অত্র এলাকায় কোন প্রকার অবৈধ কর্মকান্ড পরিচালনা করতে দেয়া হবে না । ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ কর হবে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মো: আফসার জানান, বিপুল ভারতীয় মালামালসহ আটককৃত ২ জনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Bandarban Pratidin.com
Design & Developed BY CHT Technology