শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:২৫ অপরাহ্ন
অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতেসোমবার (২০ মে) সকালে কালাডেবা এলাকায় থেকে হরিণটি উদ্ধার করেন তিনি। উদ্ধারকৃত হরিণটি বেলা সাড়ে ১১ টায় দিকে বিভাগীয় বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। বনের মায়া হরিণকে নব নির্মিত একটি ড্রেন থেকে উদ্ধার করে বন বিভাগকে হস্তান্তর করেছে জেলা সদরের পৌর ৯ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মংসুইথোয়াই চৌধুরী।
উদ্ধারকারী মংসুথোয়াই জানান, বনের হরিণটি ড্রেনে পড়ে আটকে যায়। সকালে হঠাৎ দেকতে পেয়ে কয়জন মিলে ড্রেন থেকে হরিণটি উদ্ধার করে পরে বিভাগীয় বন কর্মকর্তার কাছে হস্তান্তর করেন বলে তিনি জানান।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বন্য হরিনটি উদ্ধার করে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে স্থানীয় এক সাবেক জনপ্রতিনিধি। হরিণটি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত। হরিণটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
Leave a Reply