বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০১:৩১ পূর্বাহ্ন
অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি উন্নয়নের শপথ করি” এই প্রতিপাদ্যে উদযাপিত হয়েছে মে দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯ ঘটিকায় খাগড়াছড়ি টাউনহল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে টাউনহলে প্রাঙ্গণে এসে শেষ হয়।
সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন প্রধান অতিথি টাস্কফোর্স চেয়াম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়াম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রনবিক্রম ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের উপদেষ্ট কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী, ট্রাক চালক সমবায় সমিতির সেক্রেটারি মো. ইউনুস, জেলা শ্রমিক লীগের সভাপতি জানু সিকদার।
Leave a Reply