শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৩৬ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” লক্ষ্য নিয়ে “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শুক্রবার সকালে মৎস্য অধিদপ্তর আয়োজনে জেলা মৎস্য দপ্তর সম্মেলন কক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত মৎস্য মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম।
এ উপলক্ষে আয়োজিত সভায় খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা এ.কে.এম মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী পরিচালক ড: মো: মঈন উদ্দিন, জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন কুমার দাশ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, বেসকারি উন্নয়ন সংস্থা এনজিও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ( আইডিএফ) মৎস্য কর্মকর্তা মাহমুদ উল্লাহ হাসানসহ বিভিন্ন ইউনিয়নের মাছ চাষীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম,খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা এ.কে.এম মোখলেছুর রহমান খাগড়াছড়ি সদর উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা প্রমূখ।
মেলায় সরকারী ও বেসকারি সংস্থা এনজিওসহ ৬টি ষ্টল অংশগ্রহন করে। পরে অতিথিবৃন্দ প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।
Leave a Reply