সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির জেলার সদরে শুক্রুবার রাতে খাগড়াছড়ি-দিঘীনালা সড়কের পাশে চার মাইল এলাকায় যৌথবাহিনীর এক অভিযানে সন্ত্রাসীর আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদসহ গোপন দলিলপত্র উদ্ধার করা হয়েছে।
সন্ত্রাসী কার্যক্রম এবং চাঁদাবাজি রোধকল্পে চলমান অভিযানের ধারাবাহিকতায় জেলার দীঘিনালা উপজেলার শিববাড়ী এলাকার কালাপাহাড় নামক স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ অভিযান চালায়।
এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পান। ঘটনার সময় সন্ত্রাসীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল শুক্রুবার রাতে খাগড়াছড়ি-দিঘীনালা সড়কের পাশে চার মাইল এলাকায় একটি পাহাড়ের উপরে পরিত্যক্ত ঘরে অভিযান চালায় খাগড়াছড়ি সদর সেনা জোনের মেজর মাকসুদুল আলমের নেতৃত্বাধীন নিরাপত্তাবাহিনী। এই সময় কাউকে আটক করতে না পারলেও ২টি পিস্তল, ০৯ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের বই গুরুত্বপূর্ণ বেশকিছু নথিপত্র উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।
Leave a Reply