শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা শহরের স্বনির্ভর বাজারে ভয়াবহ আগুনে পুড়েছে ১১টি ব্যবসায়ি প্রতিষ্ঠান। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে ভম্মিভূত হয়ে যায় ১১টি দোকানের মালামাল। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, গভীর রাতে স্থানীয় ব্যবসায়ী পূর্ণ বিকাশ চাকমার মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বিজিবি, পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে ১১টি দোকানের মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রবিন চাকমা বলেন, আমার সার ও কীটনাশক ওষুধের দোকান। দোকানের সঙ্গে একটি গোডাউন ছিল। আগুনে তার দোকান ও গোডাউন অধিকাংশই মালামাল পুড়ে গেছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান
Leave a Reply