শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:০৮ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে একটি শিশু অপহরণ মামলায় জড়িত ৫ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ১বছরের কারাদন্ড প্রদান করা হয়। সোমবার সকালে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এই রায় ঘোষনা করেন।
আসামীরা হলেন চট্টগ্রামের আগ্রাবাদের বাসিন্দা আলী আহাম্মদের ছেলে মো: ইউনুছ (৩৩), মোঃ ইয়াকুবের ছেলে মোঃ ইয়াছিন (৩২), মৃত শংকর ধরের ছেলে নয়ন ধর (৩৪), মোঃ গোলাম কাদেরের ছেলে মোঃ নিটু ওরফে লিটু (৩৩), মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ প্রিন্স (৩৪)। আসামীদের মধ্যে মোঃ প্রিন্স পলাতক রয়েছে। বাকি আসামীরা রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০০৭ সালের ২০ ফেব্রুয়ারী খাগড়াছড়ির মহালছড়ি বাজার থেকে উজ্জল ধর নামে এক শিশুকে তাঁর জেঠাতো ভাই নয়ন ধরসহ অন্যরা অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেয় তারা।
পরে বিষয়টি র্যাবকে জানালে তাঁরা চট্টগ্রামের চৌমহনি থেকে ইউনুছ, ইয়াসিনকে আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে আগ্রাবাদ মুহুরী পাড়া উত্তর আবাসিক এলাকার একটি বাসা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা অংকর ধর মহালছড়ি থানায় একটি অপহরণ মামলা করেন।
Leave a Reply