শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৭ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজার এলাকায় পাহাড়ি দুই আঞ্চলিক সংগঠনের গ্রুপের মধ্যে গোলাগুলিতে ৬ জন নিহত আহত ৫ জন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা। এ ঘটনায় খাগড়াছড়ি শহরে থমথমে ও স্বর্নিভর বাজারে দোকানপাত বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার দিকে একদল অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্ত ভারী অস্ত্র-সস্ত্র নিয়ে শহরের উত্তর খবংপড়িয়া এলাকায় ব্যাপক গুলীবর্ষণ করতে থাকে।এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করেছে পুলিশ । পরে ৯টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
নিহতরা হলেন পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি তপন চাকমা,মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারি জীতায়ন চাকমা,পিসিবির সহ-সম্পাদক এল্টন চাকমা,গণতান্ত্রিক যুব ফোরাম সদস্য বরুন চাকমা,পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য রুপন চাকমা এবং পলাশ চাকমা।
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থলে তল্লাশি চালানো হচ্ছে। বিপুল পরিমাণ গুলীর খোসা দেখা যাচ্ছে। হতাহত আরো বাড়ার আশংকা করছেন তিনি।
খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক চিকিৎক ডা. নয়নময় ত্রিপুরা জানান, আহতদের মধ্যে এরিমধ্যে ছয়জন মারা গেছেন। বাকী পাঁচজনের অবস্থাও আশংকামুক্ত নয়।
এদিকে স্বনির্ভরে সশস্ত্র হামলা প্রাণহানির ঘটনায় ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর প্রচার শাখার প্রধান নিরন চাকমা সংস্কারপন্থী সন্ত্রাসীদের দায়ী করেছেন।
Leave a Reply