শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির প্রেস ক্লাব আয়োজনে সোমবার সন্ধ্যায় প্রেস ক্লাব হল রুমে জেলার কর্মরত নিউজ এজেন্সী, অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খাগড়াছড়ির প্রেস ক্লাবে জীতেন বড়–য়া সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক অরণ্য বার্তা পত্রিকার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, প্রেস ক্লাবে সিনিয়র সহ সভাপতি জহুরুর আলম, সাধারণ সম্পাদক আবু তাহের, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী, দৈনিক কালের কন্ঠ ও এটিএন নিউজ,এটিএন বাংলা জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু দাউদ, জেলা প্রতিনিধি বাংলাভিশন টিভি এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি প্রেস ক্লাবে অর্থ সম্পাদক চিংমেপ্রু মারমাসহ জেলার কর্মরত নিউজ এজেন্সী, অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় সকল সাংবাদিক নিজেদের মতামত অভিব্যক্তি করেন। তারা বলে, খাগড়াছড়িতে সাংবাদিকতা সংখ্যা বেড়ে গেছে। তারা বিভিন্ন পত্রিকায় ও অনলাইন কার্ড নিয়ে সাংবাদিক নামধারণ করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপর্কম করছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন না করলে ভবিষ্যৎতে পেশাদার সাংবাদিকদের সুনাম বিনষ্ট বলে জানান। তাদের বিরুদ্ধের কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে পেশাদার সাংবাদিকদের সুনাম অক্ষুন্ন রাখতে সকলেই পরস্পরে আন্তরিকতা সহিত কাজ করার আহ্বান করেন সিনিয়র সাংবাদিকরা।
সিনিয়র সাংবাদিকরা বলেন, খাগড়াছড়ি প্রেস ক্লাব মাধ্যমে পেশাদার সাংবাদিকদের নাম তালিকা প্রনয়ন করে বিভিন্ন দপ্তরে অবহিত করবে। প্রয়োজন হলে আবার ও আলোচনা সভা করবে বলে জানান।
Leave a Reply