শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:২২ অপরাহ্ন
অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার নিকটস্থ তিনট্যহরী উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ আগুনের বিদ্যালয়ে আসবাবপত্র পুড়ে গেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
শিক্ষার্থীরা জানান, সকালে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে রামগড় ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন। তবে তার আগেই স্থানীয় সহায়তা আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিউল ইসলাম জানান, মানিকছড়ি উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গেছে। বিদ্যালয়ে আগুন লাগার কারণে পাঠদান ব্যাহত হবে। আগুনে শ্রেণিকক্ষের বিদ্যালয়ের আসবাবপত্র ও শিক্ষা সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
Leave a Reply