শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০৩:৪৮ পূর্বাহ্ন
অংগ্য মারমা; খাগড়াছড়ি প্রতিনিধি::
খাগড়াছড়ির খবংপুড়িয়ায় গ্রামের একটি গ্যাসের ডিলার গোডাউনে বিস্ফোরণের ৭ জন দগ্ধ। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হামিদ ও মো: জমির নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তারা মারা যায় বলে নিশ্চিত করেছেন, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো।এ ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল রবিবার সকালে অপর দগ্ধ ভূবন বিকাশ চাকমা মারা যায়।
উল্লেখ্য যে, গত ১৯ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের খবংপুড়িয়া গ্রামের একটি ডিলার গ্যাসের গোডাউনে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গোডাউনে থাকা শ্রমিকসহ ৭জন দগ্ধ হয়। বিস্ফোরণের ঘটনায় গোডাউনের ভবনসহ আশপাশের কয়েকটি ভবন ক্ষয়-ক্ষতি হয়। দগ্ধদের মধ্যে আশঙ্কাজনক ৪ ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন।
Leave a Reply