বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পাটির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর মৃত্যুতে খাগড়াছড়ির জেলা জাতীয় পার্টির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শোকসভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির শোকসভার শুরুতে জাতীয় পাটির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ উদেশ্যে এক মিনিট নিরবতা পালন করেন দলীয় নেতা, নেত্রীবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দরা।
শোকসভায় অমৃত লাল ত্রিপুরা সভাপতিত্বে, বক্তব্য রাখেন জেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি শাজ উদ্দীন আহমেদ, মহিল্লা জাতীয় পাটির সভাপতি সর্বরী দে, জেলার যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও খাগড়াছড়ি জেলার জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: খোরশেদ আলম, নজরুল ইসলাম, ফুলবানু মারমা, আবুল হোসেন, কংজরী কার্বারী প্রমূখ ।
জেলার জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: খোরশেদ আলম বলেন, খাগড়াছড়িকে জেলার রুপান্তর ও পার্বত্য জেলা পরিষদ গঠন এবং উপজেলা পরিষদ রুপকার ও গুচ্ছ গ্রাম সৃষ্টিসহ পার্বত্য এলাকার ভাগ্য উন্নয়নে কাজ করেছে গেছেন পল্লীবন্ধু এরশাদ।
Leave a Reply