শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ অপরাহ্ন
অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির জেলাস্থ দীঘিনালা উপজেলায় মোহাম্মদ. সৌরভ (১৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার মেরুং এলাকার জলিল টিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সোবহানপুর গ্রামের মো. হারুনের ছেলে মোহাম্মদ সৌরভ । পেশায় তিনি ছিলেন একজন আইসক্রিম বিক্রেতা।
সূত্রে জানা যায়, বুধবার (২৪ এপ্রিল) থেকে নিখোঁজ ছিল সৌরভ। পরদিন সকালে রাবার বাগান এলাকায় স্থানীয়রা ক্ষত-বিক্ষত একটি মৃতদেহ দেখত পেয়ে পুলিশকে খবর দেন। তবে কীভাবে এই হত্যাকা- হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব জানান, স্থানীয়ার খবর দিলে সকালে গিয়ে আমরা লাশ উদ্ধার করি। নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এই হত্যাকা- ঘটিয়েছে সেই বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।
Leave a Reply