রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৪ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় দূর্বৃত্তের গুলিতে মঞ্জু চাকমা(৪৭) নামে এক জেএসএস(এমএন) কর্মী নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ৭টায় দীঘিনালার মেরুং ইউনিয়নের শিমুলতলী এলাকায় দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। সে দীঘিনালার কবাখালি ইউনিয়নের ডুলুছড়ি গ্রামের মৃত মনিন্দ্রলাল চাকমার ছেলে। নিহত মঞ্জু চাকমা জেএসএস-এমএন লারমা সমর্থিত যুব সমিতির একজন সক্রিয় কর্মী।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম চন্দ্র দেব জানান, দূর্বৃত্তের গুলিতে এক জেএসএস এক কর্মী নিহত হয়েছে। রাতে শিমুলতলী এলাকার একটি চায়ের দোকানের সামনে একদল দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে গেছে বলে জানান। নিহত লাশ পুলিশ উদ্ধার করেছে।
জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা এই ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন। তবে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা ঘটনায় অস্বীকার করেছেন।
Leave a Reply