শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:০০ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোরিকশা চালক নিহত। তার বিমল কান্তি চাকমা (৪৫) নামে ব্যক্তির মুত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬) সন্ধ্যায় ৭টার দিকে নিজ ঘরে এ দুর্ঘটনা ঘটেছে। বিমল কান্তি চাকমা দীঘিনালার সদর ইউনিয়নের বৈদ্দ আদাম এলাকার কাইলন্ত চাকমার ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার নির্বাহ করতেন।
জানা যায়, সন্ধ্যায় নিজ ঘরে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় অসাবধানতা বশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব দূর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply